শিপিং এজেন্টদের মোংলা বন্দর কর্তৃপক্ষের চিঠি

পশুর চ্যানেল ও মোংলা বন্দরে ঝুঁকিপূর্ণ জাহাজ না আনতে শিপিং এজেন্টদের চিঠি দিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার ঝুঁকিপূর্ণ জাহাজ এমভি এনা ড্রাগন ও কোস্টাল টু এর শিপিং এজেন্টদের কাছে এই চিঠি পৌঁছে দেওয়া হয়। আগামী রোববার অন্য শিপিং এজেন্টসহ সংশ্লিষ্টদের কাছে এই চিঠি পৌঁছে দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। চিঠিতে পরবর্তীতে ঝুঁকিপূর্ণ জাহাজ আনলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।
Comments (0)