প্রাক-শৈশব স্তরের শিশু ও অভিভাবকদের অংশগ্রহণ শীর্ষক গবেষণা

গ্লোবাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ ইনিশিয়েটিভ ফাউন্ডেশন (জি.ডি.আর.আই) এর উদ্যোগে আজ ০২ ডিসেম্বর (সোমবার) ‘বাংলাদেশে প্রাক-শৈশব স্তরের শিশু ও অভিভাবকদের অংশগ্রহণ’ শীর্ষক একটি আঞ্চলিক কর্মশালা খুলনা শহরের হোটেল ক্যাসল সালামে অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর ডেভেলপমেন্ট এন্ড সাসটেইনেবলিটি এর পরিচালক ড. আসাদ ইসলাম র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রাইল (আর সি টি) পদ্ধতি ব্যবহার করে প্রাক-শৈশব স্তরের শিশু ও অভিভাবকদের অংশগ্রহণের মাধ্যমে কিভাবে শিশুদের সৃজনশীলতার বিকাশ ঘটানো যায় সেটা দেখার চেষ্টা করেছেন। প্রাথমিক স্কুলে লেখাপড়া করার আগে স্কুলে যাওয়ার উপযোগী করে তোলার জন্য দুই বছর হতে পাঁচ বছর বয়সী আট হাজারের বেশি শিশুদেরকে তিনটি ট্রিটমেন্ট ও একটি কন্ট্রোল এই চার ভাগে ভাগ করে খেলার মাধ্যমে শিক্ষার পরিবেশ দিয়ে চার বছর মেয়াদী গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। এই দীর্ঘমেয়াদী গবেষণামূলক কার্যক্রমটি খুলনা ও সাতক্ষীরা জেলার আওতায় পাঁচটি উপজেলার - ডুমুরিয়া, তালা, পাইকগাছা, কয়রা, ও আশাশুনির ৪০ টি গ্রামে স্কুল ভিত্তিক কার্যক্রম, ৬০ টি গ্রামে হোম ভিজিটের মাধ্যমে শিক্ষা, ৪০ টি গ্রামে হোম ভিজিট ও স্কুল ভিত্তিক কার্যক্রম এবং ৮৩ টি গ্রাম কন্ট্রোল এর আওতায় মোট ২২৩ টি গ্রামে গবেষণা পরিচালিত হয়েছে। গবেষণায় দেখা গেছে কন্ট্রোল গ্রামের (যেখানে কোন কার্যক্রম পরিচালিত হয়নি) শিশুদের তুলনায় স্কুল এর আওতাধীন শিশুরা বিভিন্ন বিষয়ে ১০-১২% বেশি পারদর্শীতা অর্জন করেছে। যে সকল গ্রামে হোম ভিজিট ও স্কুল ভিত্তিক কার্যক্রম পরিচালিত হয়েছে সেখানে শিশুরা কন্ট্রোল গ্রামের তুলনায় ২০% বেশি পারদর্শী। কর্মশালাতে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল জব্বার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জি ডি আর আই। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক, খুলনা। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুলাহ আল মামুন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, খুলনা জেলা। জনাব রফিকুল ইসলাম, চেয়ারম্যান জি ডি আর আই এই অনুষ্টানে সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্য প্রদান করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ ফিরোজ আহমেদ। কর্মশালাটিতে এই গবেষণা কার্যক্রমের আওতাভূক্ত অভিভাবকবৃন্দ ও শিক্ষকগণ, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সন্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী, খুলনা শহরের সাংবাদিকবৃন্দ, জাতীয় এবং আন্তর্জাতিয় পর্যায়ের এন জি ও, সহযোগী সংস্থাসমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Comments (0)