পুনরায় ময়ূর নদী দখলের জন্য দখলদারকে ৬ মাসের কারাদন্ড ও ২ লক্ষ টাকা জরিমানা

পুনরায় ময়ূর নদী দখলের জন্য দখলদারকে ৬ মাসের কারাদন্ড ও ২ লক্ষ টাকা জরিমানা

ডুমুরিয়া উপজেলার চকমথুরাবাদ মৌজাধীন ময়ূর নদী পুনরায় দখল করার সময় গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ইসমাইল হোসেন ভূইয়া নামে স্থানীয় এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড, ২ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৪৫ দিন কারাদন্ডাদেশ প্রদানপূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ইসমাইল হোসেন ভূইয়া স্থানীয় মৃত আশরাফ আলী ভূইয়ার পুত্র।
ভ্রম্যামান আদালতের বিচারক ডুমুরিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সঞ্জিব দাস এ সাজা প্রদান করেন। এ সময় কেসিসি’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট খান মাসুম বিল্লাহ, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, সহকারী এস্টেট অফিসার শেখ মাসুদ আলীসহ বটিয়াঘাটা ও ডুমুরিয়া থানার পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।