কুয়াশায় মহাসড়কে সীমিত গতিতে গাড়ি চালানোর পরামর্শ

শৈত্যপ্রবাহের প্রভাবে দেশে কুয়াশার প্রভাব বেড়েছে। তাই এর মধ্যে মহাসড়কে সীমিত গতিসীমায় গাড়ির চালানোর জন্য চালকদের পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি তানভীর হায়দার চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ পরামর্শ জানিয়েছেন।
সড়কে দুর্ঘটনা রোধ হাইওয়ে পুলিশের সব রিজিয়নের থানা, ফাঁড়ির ইনচার্জ ও দায়িত্বরত টহল ভ্যান সদস্যদের দায়িত্ব পালনে জোর দেয়া হয়েছে। বিশেষ করে মহাসড়কে চলাচলরত যানবাহনের চালকদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেয়া হয়েছে পুলিশের এ বার্তায়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বর্তমানে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেকাংশে কমে আসছে। যার ফলে মহাসড়কে চলাচলকারী পথচারী ও বিপরীত দিক থেকে আসা যানবাহন সম্পর্কে বোঝা যায় না, ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। সেই আশঙ্কা থেকে কুয়াশাচ্ছন্ন রাস্তায় ফগলাইট ব্যবহার ও গতিসীমা সীমিত রেখে অধিক সতর্কতা অবলম্বন করার জন্য চালকদের পরামর্শ দেয়া হয়েছে।
Comments (0)